
আল-আমান বাহেলা খাতুন মসজিদ বেলকুচি।
19 Feb 2025
আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ
অবস্থান:
বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে অবস্থিত আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ একটি ঐতিহ্যবাহী এবং নান্দনিক স্থাপত্যশৈলীর মসজিদ। এটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পাশে, বেলকুচি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুকন্দগাঁথি মহল্লায় ৫০,১৬০ বর্গমিটার (সাড়ে ২০ বিঘা) জমির উপর নির্মিত হয়েছে।
ইতিহাস:
২০১৬ সালের সেপ্টেম্বরে মুকন্দগাঁথি গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল-আমান এবং মা বাহেলা খাতুনের নামে এই মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই মসজিদটির কাজ শেষ হতে সময় লেগেছে চার বছর। নির্মাণকালে গড়ে ৪৫ জন শ্রমিক প্রতিদিন কাজ করেছেন।
স্থাপত্য:
উত্তর-আধুনিক ইসলামী স্থাপত্যশৈলী
একটি বৃহৎ ধূসর গম্বুজ
মেঝেতে সাদা টাইলস
মার্বেল-আবৃত সুদৃশ্য স্তম্ভ
দুটি ৩৪ মিটার (১১০ ফুট) উচ্চতা বিশিষ্ট মিনার
উঁচু জানালা ও উজ্জ্বল আলোকসজ্জা
উঠোনে সবুজ ঘাস ও মনোরম পরিবেশ
এই মসজিদটিকে বাংলাদেশের অন্যতম সুন্দর ও বৃহৎ মসজিদ হিসেবে গণ্য করা হয়।