
কোরআনে বর্ণিত আদম আ: থেকে হযরত মুহাম্মদ সা: পর্যন্ত নবীদের নামের তালিকা অর্থসহ |
ইসলামে রাসূল ও নবীদের নামের তালিকা অর্থসহ জানতে হলে প্রথমেই জানতে হবে ইসলামে নবী ও রাসূল বলতে কাদের বুঝায় । ইসলামে নবী হল একজন মানব যার উপর আল্লাহর নিকট থেকে উপদেশ ও নির্দেশনার দেওয়া হয় মানুষকে ইসলামের পথে আনার জন্য এবং তাদের অপর কোনো কিতাব অবতির্ন হয় নি। আর রাসূল হল তারা যাদের অপর আল্লাহ এর গ্রন্থ বা কিতাব অবতির্ন হয়েছে । একজন নবী হয় তখন যখন আল্লাহ তাঁর উপর আলোচনা করে এবং উন্নয়নের নির্দেশ দেয়। নবী ও রাসূলদের কাজ হয় সমাজে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের নির্দেশ ও সম্প্রচার করা। ইসলামে নবী ও রাসূলদের কাজ হয় মানুষদের আল্লাহর নির্দেশ ও নেতৃত্বে সম্প্রচার করে সমাজকে আদর্শ পথে নির্দেশ দেওয়া।
পবিত্র কুরআনে মোট ২৫ জন নবি নাম উল্লেখ করা হয়েছে । এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিচিত নাম হল মুহাম্মদ (সাঃ)। হযরত মুহাম্মদ (সাঃ) ইসলামের সর্বশেষ নবী ও রাসূল । তার পর কোনো নবী ও রাসুল আসবে না । আজকে আমরা কুরআনে বর্ণিত ২৫ জন নবী ও রাসুলদের নাম ও তাদের লকব সম্পর্কে জানব । পবিত্র কুরআনে বর্ণিত এই ২৫ জন নবী ও রাসুল ব্যাতিত আল্লাহ তায়ালা পৃথিবীতে অনেক নবী ও রাসুল প্রেরন করেছেন । এ সম্পর্কে তিনি বলেন ।
“ কিছু রাসূলদের (সম্বন্ধে) তোমার কাছে বর্ণনা করলাম এবং কিছু রাসূলদের কথা বর্ণনা করলাম না। “ – সূরাঃ নিসা ১৬৩
পরম করুনাময় আল্লাহ পাক রাব্বুল আলামীন পথভ্রষ্ট মানব জাতিকে হিদায়েতের জন্য যুগ যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন।
মুসলিম হিসেবে আমাদের সবারই জীবনে নবী ও রাসূল দের নাম পড়া উচিত এবং আমাদের ছেলেদের নাম নবী ও রাসুলদের নামের সাথে মিলিয়ে রাখা উচিত । আমাদের জীবন নবী ও রাসূলদের জীবনের মত করা উচিত । এমন কি আমাদের মেয়ে সন্তানের নাম রাখা উচিত আমাদের প্রিয় নবী হযরত মহাম্মাদ (সাঃ) এর স্ত্রীদের নাম অনুযায়ী। তাই আজকে আমরা কুরআনে বর্ণিত ২৫ জন নবী ও রাসুলদের নাম সম্পর্কে জানবো ।
নবীদের নামের তালিকা অর্থসহ ও বৈশিষ্ট্য
ক্রমিক নং | নবী ও রাসূলদের নাম | বৈশিষ্ট্য/লকব |
০১ | হযরত আদম (আ) | আদি পুরুষ । আবুল বাশার লকবঃ সাফী উল্লাহ (আল্লাহর পছন্দনীয় ) |
০২ | হযরত নূহ ( আঃ) | প্রথম নবী ও রাসূল লকবঃ নবীউল্লাহ (আল্লাহর নবী ) |
০৩ | হযরত ইদরীস ( আঃ) | জ্যোতি বিজ্ঞানের উদ্ভাবক |
০৪ | হযরত লূত ( আঃ) | ইবরাহীম ( আঃ) এর ভ্রাতুষ্পুত্র |
০৫ | হযরত হুদ ( আঃ) | তার নাম কুরানে মোট ৭ বার এসেছে |
০৬ | হযরত সালেহ ( আঃ) | নাকাতুল্লাহ (আল্লাহর উট তার মুজেযা ) |
০৭ | হযরত ইব্রাহীম ( আঃ) | লকবঃ খলীলুল্লাহ ( আল্লাহর বন্ধু ) |
০৮ | হযরত ইসমাঈল ( আঃ) | লকবঃ জবীহুল্লাহ (উৎসর্গীয়) |
০৯ | হযরত ইসহাক ( আঃ) | ইবরাহীম ( আঃ) এর পুত্র |
১০ | হযরত ইয়াকুব ( আঃ) | পবিত্র কুরানে তার নাম ১২ বার উল্লেখ করা হয়েছে |
১১ | হযরত ইউসুফ ( আঃ) | তার জীবনের ঘটনাকে (আহসানুল কাসাস) নামে অভিহিত করা হয়েছে । |
১২ | হযরত আইয়ূব ( আঃ) | দীর্ঘ আঠার বছর অসুখ দিয়ে আল্লাহ তাকে পরিক্ষা করেছিলেন । |
১৩ | হযরত যূল কুফল ( আঃ) | কুরানের দুই সুরায় তার নাম এসেছে । |
১৪ | হযরত শোয়াইব ( আঃ) | সুপ্রসিদ্ধ বক্তা । হযরত মুসা ( আঃ) এর শ্বশুর |
১৫ | হযরত খিজির ( আঃ) | তার নাম কোরআনে আছে কিন্তু তাকে নবী বলা হয় নাই । |
১৬ | হযরত মূসা ( আঃ) | লকবঃ কালীম উল্লাহ ( আল্লাহ এর সাথে কথোপকথন কারী ) |
১৭ | হযরত হারুন ( আঃ) | মূসা ( আঃ) এর ভাই ও সুবক্তা । |
১৮ | হযরত দাউদ ( আঃ) | সু কণ্ঠের অধিকারি ছিলেন । |
১৯ | হযরত সুলায়মান ( আঃ) | জ্বীন ও মানুষের বাদশা ছিলেন । |
২০ | হযরত ইলিয়াস ( আঃ) | বনী ইসরাইলদের অন্যতম শ্রেষ্ঠ নবী । |
২১ | হযরত ইউনূস ( আঃ) | লকবঃ যুনযুন ( মাছওয়ালা ) |
২২ | হযরত আল ইয়াসা ( আঃ) | বনী ইসরাঈলের একজন নবী । |
২৩ | হযরত যাকারিয়া ( আঃ) | হযরত ইয়াহিয়া ( আঃ) এর পিতা । |
২৪ | হযরত ঈসা ( আঃ) | আলোচিত হয়েছে । |
২৫ | হযরত মুহাম্মদ ( আঃ) | সর্বশেষ নবী ও রাসুল । লকবঃ রুহুল্লাহ ( আল্লাহর প্রদত্ত আত্তা ) |
এখানে উল্লেখিত নামগুলো হলো আজকের পোস্টের নবী-রাসূলদের নামের তালিকা। এখানে প্রায় ২৫ নাম উল্লেখ করা হয়েছে। আশা করি নবী-রাসূলদের নামগুলো সম্পর্কে মোটামোটি ভালো একটি ধারণা পেয়েছেন।