
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
23 Jan 2025 By - Md Asif Hossain 140
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০০০ সালে সিরাজগঞ্জের ধনবান্ধীতে কলেজটি তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। যমুনা তীরের এ কলেজটি ৬.১৭ একর (১৮.১৭ বিঘা) জমির উপর প্রতিষ্ঠিত। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।
কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।
ইতিহাস
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারী মেডিকেল কলেজ যা ২০০০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটি সিরাজগঞ্জ জেলা শহরে সাড়ে ৩ একর জমির উপর যমুনা নদীর তীরে একটি মনোরম স্থানে অবস্থিত।
একাডেমিক কার্যক্রম
কলেজটিতে বাংলাদেশি ও বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।
কলেজটিতে ৮০ জন ফ্যাকাল্টি সদস্য, ১৪৩ জন স্টাফ এবং ৩২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম
অতিরিক্ত শিক্ষাক্রম কার্যক্রম যেমন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় উদ্যাপন, আন্তর্জাতিক দিবস, বিতর্ক ক্লাব, সামাজিক প্রোগ্রাম, আউটিং, ছাত্র পরামর্শ, নেতৃত্ব বিকাশ কর্মসূচী ইত্যাদি একজন শিক্ষকের পরিচালনায় ছাত্র কল্যাণ বিভাগ পরিচালিত হয়।
অবকাঠামো
মেডিকেল কলেজটির সাথে একটি হাসপাতাল রয়েছে যেটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত।
রিলেটেড তথ্য
আল-হেরা জেনারেল হাসপাতাল, কাজিপুর রাস্তার মোড় , সিরাজগঞ্জ।
মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল, M A Motion Road, সিরাজগঞ্জ।